স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের চারিনাও গ্রাম থেকে আজিজুল ইসলাম (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। গতকাল বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেলে পুলিশ সুপার মো. রেজাউল হক খানের নির্দেশে ডিবির ইনচার্জ নন্দন কান্তি ধর ও ওসি তদন্ত মো. আমিনুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার হেফাজত থেকে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সে ওই গ্রামের জাকির হোসেনের পুত্র।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে মাদকের একাধিক মামলা রয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com