স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বাণিজ্যিক এলাকায় দিন দুপুরে ফল ব্যবসায়ীকে মারপিট করে টাকা ছিনতাই’র ঘটনায় দুই জনকে আটক করেছে পুলিশ। পরে আটক একজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। অপরজন রয়েছে পুলিশ হেফাজতে।
গতকাল বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে শহরের চৌধুরী বাজার এলাকা থেকে সালমান (২২) নামে এক ছিনতাইকারীকে আটক করে সদর থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে ছিনতাই’র ১৮ হাজার টাকা জব্দ করে পুলিশ। এর আগে গোবিন্দপুর গ্রাম থেকে জহির মিয়া নামে এক ছিনতাইকারীকে আটক করা হয়। আটক জহির আদালতে দেয়া স্বীকারোক্তিতে সালমানের নাম প্রকাশ করে। এ প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে সালমানকে আটক করে।
প্রসঙ্গত, ২১ সেপ্টেম্বর ঢাকার বাদামতলী এলাকার ফল ব্যবসায়ী বাবুল মিয়া শহরের চৌধুরী বাজার ব্যবসায়ীদের কাছ থেকে পাওয়া টাকা উত্তোলন করে টাকা নিয়ে যাবার সময় বিকেল প্রায় ৪টায় শহরের বাণিজ্যিক এলাকায় পৌঁছলে সংঘবদ্ধ ছিনতাইকারীরা তাকে মারপিট করে সাথে থাকা টাকা ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় ওই ব্যবসায়ী সদর থানায় মামলা দায়ের করেন। এ প্রেক্ষিতে পুলিশ তার নিজস্ব সোর্স ও সিসি টিভির ফুটেজ দেখে জহিরকে সনাক্ত করে আটক করে। পুলিশের জিজ্ঞাসাবাদে সে তার সহযোগিদের নাম প্রকাশ করে।
সদর থানার ওসি আলমগীর কবির জানান, সালমানকে আজ শুক্রবার কোর্টে প্রেরণ করা হবে। এ মামলায় আরও দুজন রয়েছে। তাদেরকেও আইনের আওতায় আনা হবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com