চলবে প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের ঐতিহ্যবাহী যোগেন্দ্র কিশোর ও হরেন্দ্র কিশোর (জে. কে. এন্ড এইচ. কে.) হাইস্কুল এন্ড কলেজের শতবর্ষপূর্তি ও শিক্ষার্থী পুনর্মিলনী অনুষ্ঠান সুষ্ঠু ও সফলভাবে সম্পাদনের লক্ষ্যে প্রধান কার্যালয় উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় প্রধান কার্যালয় উদ্বোধন করেন সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক। এসময় উপস্থিত ছিলেন প্রাক্তন ক্রিড়া শিক্ষক নুরুল ইসলাম, স্কুলের প্রাক্তন ছাত্র নুরুল ইসলাম, ফেরদৌস আহমেদ, মওদুদ আহমেদ, আলী ইদ্রীস হাই স্কুলের প্রধান শিক্ষক লিটন আহমেদ, সাবেক কাউন্সিলর শফিকুর রহমান সিতু, রায়হান কলি, নুরুল হক কবির, মাহমুদা খা, জোসনা আক্তার জনি, সাইফুর রহমান তারেক, শেখ ওসমান গনি রুমী, আব্দুল আওয়াল প্রমূখ।
দুপুর সাড়ে ১২ টায় রেজিস্ট্রেশন ফরম পূরণ করে রেজিস্ট্রেশন কমিটির আহবায়ক ও সদস্য সচিবের হাতে তুলে দিয়ে শতবর্ষপূর্তি ও শিক্ষার্থী পুনর্মিলনী অনুষ্ঠানের রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন করেন সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ড. মোহাম্মদ জহিরুল হক। রেজিস্ট্রেশন কার্যক্রম প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে।
রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বলেন, হবিগঞ্জ তথা সিলেট বিভাগের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জে. কে. এন্ড এইচ. কে. হাইস্কুল এন্ড কলেজ বিগত ১শ’ বছর এতদঞ্চলে শিক্ষা বিস্তার ও শিক্ষার্থীদের মানব সম্পদে পরিণত করে দেশে বিদেশে প্রতিষ্ঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তৎকালীন ব্রিটিশ শাসনামলে ১৯২৪ সালে বিশিষ্ঠ দানবীর ও শিক্ষানুরাগী যোগেন্দ্র কিশোর ও হরেন্দ্র কিশোর এতদঞ্চলে শিক্ষার বিস্তারে শহরের প্রাণকেন্দ্রে হাইস্কুলটি প্রতষ্ঠা করেন। পরবর্তিতে উচ্চ মাধ্যমিক শিক্ষা কার্যক্রম শুরু হয়। মেধাবী শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটির নিরলস প্রচেষ্ঠায় শিক্ষা ছাড়াও দেশের ক্রীড়া, শিল্প, সাহিত্য ও সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে এ শিক্ষা প্রতিষ্ঠান। তিনি আশা প্রকাশ করেন শতবর্ষ পূর্তিতে জে. কে. এন্ড এইচ. কে. হাইস্কুল এন্ড কলেজের বর্তমান ও প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থীর মহামিলনে নবীন ও প্রবীনের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য সম্প্রীতির বন্ধন আরও গভীর হবে।