সুমন আহমেদ বিজয় ॥ লাখাই থানা পুলিশের অভিযানে ছিনতাই মামলার আসামী মঈন উদ্দিন প্রকাশ মাইন উদ্দিনকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মঈন উদ্দিন লাখাই উপজেলার ৪নং বামৈ ইউনিয়নের বামৈ পশ্চিম গ্রামের মজিদ মিয়া প্রকাশ বুইদ্দা মিয়ার ছেলে।
সূত্র জানায়, লাখাই থানার এসআই বিপুল চন্দ্র দেবনাথ গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় পুলিশ ফোর্সের সহায়তায় ২ সেপ্টেম্বর সোমবার দিবাগত রাতে বামৈ পশ্চিম গ্রাম এলাকায় অভিযান চালিয়ে মঈন উদ্দিনকে তার বসতঘর থেকে গ্রেফতার করেন।
এ বিষয়ে লাখাই থানার ওসি মোঃ আবুল খায়ের এর সাথে যোগাযোগ করলে তিনি গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামীকে ৩ সেপ্টেম্বর মঙ্গলবার হবিগঞ্জের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com