স্টাফ রিপোর্টার ॥ বন্যায় হবিগঞ্জের ৭ উপজেলার ১৬৭ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যার এ ক্ষতি শুধু স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) মাধ্যমে নির্মিত ৬২ সড়কের। পানি নেমে যাওয়ার পর সড়কগুলোর ১৬৭ কিলোমিটার জুড়ে বন্যার ক্ষতে ভেসে উঠেছে।
বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবিগঞ্জ সদর উপজেলা। এ উপজেলার ২৪টি সড়কে ৫৮ কিলোমিটারে ছোটবড় গর্ত ও অনেক স্থানে ভেঙে গেছে।
বন্যা কবলিত সড়কের ৪০ কিলোমিটার বানিয়াচং উপজেলায়। এছাড়া আজমিরীগঞ্জে ৩১ কিলোমিটার, চুনারুঘাটে ১৪, বাহুবলে ১১, মাধবপুরে ৭ ও লাখাই উপজেলায় ৫ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে এলজিইডি।
সরেজমিনে দেখা যায়, সদর উপজেলায় খোয়াই নদীর বাঁধে এলজিইডির ২১ কিলোমিটার সড়ক ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। লোকড়া ও রিচি ইউনিয়নের লোকজন এতে দুর্ভোগে পড়েছেন। পানির স্রোতে জালাবাবাদ এলাকায় খোয়াই নদীর বাঁধে প্রায় ৫০ ফুট প্রশস্ত ভাঙন দেখা গেছে। এতে ওই সড়ক দিয়ে মানুষ ও যান চলাচল বন্ধ রয়েছে। তাছাড়া মাছুলিয়া-মশাজান এলাকায়ও নদীর দু’পাড়ের বাঁধে নির্মিত এলজিইডির সড়ক ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এলজিইডি হবিগঞ্জের সিনিয়র সহকারী প্রকৌশলী ইসতিয়াক হাসান জানান, বন্যায় হবিগঞ্জে ১৬৭ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। আর ক্ষতিগ্রস্ত এসব সড়ক মেরামতে প্রয়োজন প্রায় ১৩৬ কোটি টাকা।