সুমন আহমেদ বিজয় ॥ লাখাই উপজেলার আগাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরিপদ গোপের অবসরজনিত জাঁকজমকপূর্ণ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। আগাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীদের আয়োজনে ৩ সেপ্টেম্বর মঙ্গলবার বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি নকুল চন্দ্র গোস্বামীর সভাপতিত্বে ও প্রাক্তন ছাত্র বিশ্বদেব সরকারের পরিচালনায় এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন লাখাই উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মাহমুদুল হক। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সহকারী শিক্ষা অফিসার প্রণয় কান্তি মালদার ও এসএম কামরুজ্জামান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিংহগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রাণেশ রঞ্জন দাশ,গুনিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক রবিন্দ্র চন্দ্র দাস, হরিণাকুনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাদেব চন্দ্র পাল, বুল্লা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ এমদাদুর রহমান, কালাউক বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজমুল হক কামাল, পশ্চিম করাব সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আল আমিন সোহাগ, বিদায়ী প্রধান শিক্ষকের ছেলে ভরপূর্নী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক লিটন চন্দ্র গোপ, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ এমদাদুল ইসলাম চৌধুরী, আগাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অনন্ত মোহন দাস, নাজমুল হোসেন, ৬নং ওয়ার্ডের বর্তমান মেম্বার মোঃ সফিক মিয়া, সাবেক মেম্বার আলী আবদর, দূর্লভ সরকার ও সুনীল সরকার।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তাগণ ছাত্রছাত্রীদের কল্যাণে বিদায়ী প্রধান শিক্ষকের বিভিন্ন কার্যক্রমের কথা উল্লেখ করে বলেন বিদায়ী প্রধান শিক্ষক হরিপদ গোপ ছিলেন একজন দায়িত্বশীল মানুষ গড়ার কারিগর। সংবর্ধনা অনুষ্ঠান শেষে বিদায়ী প্রধান শিক্ষক ও তার পরিবারকে ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেন প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীবৃন্দ। হরিপদ গোপ আগাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৩৮ বছর শিক্ষকতা শেষে কর্মজীবন শেষ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন- লাখাই উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের ইতিহাসে একজন প্রধান শিক্ষকের এটি প্রথম জাঁকজমকপূর্ণ বিদায় অনুষ্ঠান।