স্টাফ রিপোর্টার ॥ ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম ও সিলেট বিভাগের ১৪ জেলায় মানুষকে সাশ্রয়ী মূল্যে চাল ও আটা সরবরাহের লক্ষ্যে ৩ মাস ব্যাপী স্পেশাল ওএমএস কার্যক্রম চালু করা হয়েছে। গতকাল মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) শায়েস্তাগঞ্জে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মোঃ রেজাউল ইসলাম।
সরকারি বন্ধের দিন ছাড়া প্রতিদিন জনপ্রতি ৫ কেজি করে চাল ও ৫ কেজি করে আটা নির্ধারিত মূল্যে দেয়া হবে। সরকার নির্ধারিত মূল্য প্রতি কেজি চাল ৩০ টাকা, প্রতি কেজি খোলা আটা ২৪ টাকা। অক্টোবর থেকে নভেম্বর মাস পর্যন্ত এ কার্যক্রম চলবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com