গতকাল ৩ সেপ্টেম্বর রোজ মঙ্গলবার বিকেল ৩টায় দক্ষিণ বানিয়াচঙ্গ উপজেলা বাস্তবায়ন সমন্বয় কমিটির ইকরামস্থ কার্যালয়ে প্রধান সমন্বয়ক মোঃ মোতাকাব্বির খান আক্কাসের সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন সমন্বয়কারীগণ যথাক্রমে মোঃ আবদাল চৌধুরী, মোঃ রঙ্গু মিয়া, নাসির চৌধুরী, নুরুল হুদা, আলকাছ মিয়া, সুব্রত দাশ বৈষ্ণব, শুভ আহমেদ মজলিস, কাজী মোস্তাক আহমেদ, হোসাইন আহমেদ রানা, আব্দুল্লা আল নাসের, মোঃ এনামুল হক, গোলাম হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন আব্দুল জলিল, নাসির উদ্দিন, আফরোজ, মোঃ তকদির মিয়া, আব্দুর রশিদ প্রমূখ।
সভায় আগামী ৭ সেপ্টেম্বর রোজ শনিবার মুরাদপুর ইউনিয়নের মুরাদপুর বাজার, ১০ সেপ্টেম্বর রোজ মঙ্গলবার মন্দরী ইউনিয়নের কাউরাকান্দি বাজার, ১১ সেপ্টেম্বর রোজ বুধবার পইলারকান্দি ইউনিয়নের কুমরি বাজার, ১২ সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার সুজাতপুর ইউনিয়নের ইকরাম বাজার, ১৩ সেপ্টেম্বর রোজ শুক্রবার মক্রমপুর ইউনিয়নের হিয়ালা বাজারে ইউনিয়ন পর্যায়ে মতবিনিময় সভা আহবানের সিদ্ধান্ত গৃহিত হয়। উক্ত মতবিনিময় সভায় সকলের উপস্থিতি কামনা করেন দক্ষিণ বানিয়াচঙ্গ উপজেলা বাস্তবায়ন সমন্বয় কমিটির নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com