২ বছরে নির্মাণ হয়েছে মাত্র দুই গার্ডার
চুনারুঘাট প্রতিনিধি ॥ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের নালমূখের নালের উপর ব্রীজ নির্মাণের কাজ প্রায় দুই বছরেও শেষ হয়নি। ২১ মাসে নির্মাণ হয়েছে মাত্র দু’ধারের দুটি গার্ডার। এতে নালমূখ বাজারের দক্ষিণাঞ্চলের ২০/২২টি গ্রামের ২০ হাজারের বেশি মানুষের চলাচল এবং স্কুল কলেজগামী শিক্ষার্থীরা পড়েছেন চরম বিপাকে। মরার উপর খাড়ার গা হয়ে দাড়িয়েছে গত সপ্তাহের বন্যা। বন্যায় ভেঙ্গে নিয়ে গেছে নালমূখ-রাজার বাজার রাস্তায় অস্থায়ী কাঠের পুলও। এনিয়ে এলাকাবাসী বিভিন্ন দপ্তরে আবেদন নিবেদনও করেছেন।
উপজেলার ঐতিহাসিক নালমূখ বাজারের দক্ষিণ পাশে খোয়াই নদীর নালের উপর ব্রীজ নির্মাণের কাজ শুরু হয় ২০২২ সালের শেষের দিকে। ২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে হবিগঞ্জের ঠিকাদার মিজানুর রহমান কাজটি শুরু করেন। প্রায় দু’বছর হয়ে গেলেও ব্রীজ নির্মাণের কাজ শেষ হয়নি। মাত্র দু’ধারের দুটি গার্ডার নির্মাণ করা হয়েছে। ব্রীজ নির্মাণের শুরু থেকেই ওই এলাকার ২০/২২টি গ্রামের প্রায় ২০ হাজার মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন। বিশেষ করে রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়সহ মাদ্রাসা পড়–য়া শিক্ষার্থীরা পড়েছেন চরম বিপাকে। গত সপ্তাহের বন্যায় তার পাশেই নির্মিত অস্থায়ী কাঠের পুলটিও ভেঙ্গে পড়েছে। এতে মানুষ আরো বিপাকে পড়েছে।
লাদিয়া গ্রামের নুরুল আমিন জানান, নালমূখ থেকে দক্ষিণ দিয়ে যাওয়া রাস্তা দিয়ে বৃটিশ আমল থেকেই দক্ষিণ এলাকার ২০/২২টি গ্রামের মানুষ চলাচল করে আসছেন। নালমূখ বাজারে আসার একমাত্র রাস্তার উপর ব্রীজ ভেঙ্গে পড়ায় আমরা দুর্ভোগে পড়েছি। একই গ্রামের আব্দুর রশিদ জানান, ব্রীজের কাজ না হওয়ায় শিক্ষার্থীরা রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়সহ দক্ষিণ এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছে না। আমাদের গ্রামের শিক্ষার্থীরা সাবিহা চৌধুরী উচ্চ বিদ্যালয় ও আদমপুর মাদ্রাসায় যেতে পারছে না। তাই দ্রুত ব্রীজ নির্মাণ কাজ শেষ করার দাবি জানিয়েছেন তিনি।
এ বিষয়ে সহকারি উপজেলা প্রকৌশলী আবুল কালাম জানান, কাজ দীর্ঘদিন বন্ধ ছিল, দু’মাস পুর্বে কাজ শুরু হয়েছে। দুটি গার্ডার দ্রুত শেষ হয়েছে। আশা করছি আগামী দু’মাসের মধ্যে কাজ শেষ হবে।