স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের মাধবপুর উপজেলার বিতর্কিত সমাজসেবা কর্মকর্তা আশরাফ আলীকে শাস্তিমূলক বদলি করা হয়েছে। সমাজসেবা অধিদপ্তর হবিগঞ্জের উপপরিচালক রাশেদুজ্জামান চৌধুরী মুঠোফোনে তার বদলির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ১৬ দিন ধরে কর্মস্থলে অনুপস্থিত, ছাত্রলীগের পরিচয়ে জনপ্রতিনিধিদের সাথে অসৌজন্যমূলক আচরণ ও তার অনৈতিক কর্মকান্ডের বিষয়ে বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে সমাজসেবা অধিদপ্তরের উচ্চ পর্যায় থেকে দুই সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি তার বিরুদ্ধে সদর অধিদপ্তরে প্রতিবেদন প্রেরণ করে। এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার আশরাফ আলীকে কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলায় শাস্তিমূলক বদলী করা হয়।
সমাজসেবা অফিসের দেয়া তথ্য মতে তিনি ২০২০ সালের আগস্ট মাস থেকে এ উপজেলায় কর্মরত রয়েছেন। মাধবপুরে কর্মরত থাকাকালীন সময়ে নিজেকে ছাত্রলীগের নেতা পরিচয় দিয়ে উপজেলা প্রশাসনে দাপটের সাথে বিচরণ করেছেন। তার অবাধ্য হলে পরিষদের অন্যান্য কর্মকর্তাদের জামাত শিবির আখ্যায়িত করে তিরস্কার করতেন এবং বিরোধী দলের জনপ্রতিনিধিদের সাথে অসৌজন্যমূলক আচরণ করতেন। তাছাড়া অবিবাহিত আশরাফুল আলীর নৈতিক চরিত্র নিয়েও উপজেলা ক্যাম্পাসে কানাঘুষা চলত। কিন্তু তৎকালীন বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রীর এপিএস এর সাথে তার ঘনিষ্ট সম্পর্ক থাকায় কেউ মুখ খুলতে সাহস পেত না। তার বদলির খবর শুনে অনেক জনপ্রতিনিধি মিষ্টি বিতরণ করেছেন।