নিজস্ব প্রতিনিধি ॥ নার্সিং ইনস্ট্রাক্টর ও সহযোগিদের সীমাহীন দুর্নীতি ও অনিয়মের অভিযোগে তাদের পদত্যাগের দাবীতে আন্দোলনে নেমেছেন হবিগঞ্জ নার্সিং এন্ড মিডওয়াইফারি কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকাল থেকে ক্লাস ও হাসপাতালের ডিউটি বর্জন করে তারা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছেন।
শিক্ষার্থীদের অভিযোগ কলেজের নার্সিং ইনস্ট্রাক্টর সালমা বেগম, শম্পা রাণী দাশ ও অফিস সহকারী সুজন এবং মতিউর দীর্ঘদিন ধরে নানা অনিয়ম দুর্নীতি করে আসছেন। শিক্ষার্থীদের কাছ থেকে ভর্তির রশীদ ছাড়া অতিরিক্ত টাকা আদায়, মেডিকেল টেস্টের নামে ফি নেয়া, অতিরিক্ত পরীক্ষা ও হোস্টেল ফিসহ অনিয়মতান্ত্রিকভাবে শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ আদায় করে আসছেন তারা। কলেজের ইনচার্জ কল্পনা রানী ঘরামীও তাদের অনিয়ম দুর্নীতির সাথে জড়িত। তাদের বিরুদ্ধে কোন শিক্ষার্থী কথা বললে তার প্রতি অসদাচরণ ও নানা ধরণের মানসিক নির্যাতন করা হয়। তাই ইনচার্জ, ইনস্ট্রাক্টরসহ কর্মচারীদের পদত্যাগের দাবীতে তারা আন্দোলনে নেমেছেন। তারা পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে এবং হাসপাতালে দায়িত্বপালনসহ সকল ধরণের ক্লাস, পরীক্ষা বর্জনের ঘোষণা দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।