গভীর রাতে হবিগঞ্জ পৌরসভার সড়কবাতির অবস্থা পর্যবেক্ষণ করেছেন হবিগঞ্জের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও হবিগঞ্জ পৌরসভার প্রশাসক প্রভাংশু সোম মহান। বুধবার দিবাগত রাত ১২ টা ৪০ মিনিটে তিনি পৌরসভার দয়িত্বশীলদের সাথে নিয়ে শহরের বের হন। হবিগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় রাতে সড়ক বাতিগুলো কি অবস্থায় রয়েছে তা তিনি খতিয়ে দেখেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর সফিকুর রহমান সিতু, টিপু আহমেদ, শাহ সালাউদ্দিন আহাম্মদ টিটু, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ জাবেদ ইকবাল চৌধুরী, নির্বাহী প্রকৌশলী মোঃ তারিকুল ইসলাম, সহকারী প্রকৌশলী (পানি ও পয়ঃ নিষ্কাশন) মোহাম্মদ আবদুল কুদ্দুছ শামীম। চলমান সড়ক বাতির অবস্থানে প্রশাসক সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি সেবা অব্যাহত রেখে আরো উন্নত করার ব্যাপারে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে আলোচনা করেন।
উল্লেখ্য, হবিগঞ্জ পৌর এলাকার ৯টি ওয়ার্ডে বর্তমানে ২ হাজার ৬শ’ সড়কবাতি রয়েছে। বিজ্ঞপ্তি