স্টাফ রিপোর্টার ॥ দেশের বিভিন্ন স্থানে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়ি ঘর ও মন্দিরে হামলা, ভাংচুর ও লুটপাটের প্রতিবাদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে শহরের আরডি হল প্রাঙ্গণে হবিগঞ্জের সনাতনী সচেতন নাগরিক সমাজের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। সমাবেশে বক্তব্য রাখেন অ্যাডভোকেট পূণ্যব্রত চৌধুরী বিভূ, শঙ্খ শুভ্র রায় প্রমূখ। সমাবেশে এসে সংহতি প্রকাশ করেছেন হবিগঞ্জ জেলা বিএনপির নেতা জিকে গাফ্ফার। সমাবেশে বক্তারা দেশের বিভিন্ন স্থানে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘর ও মন্দিরে হামলা, ভাংচুর ও লুটপাটের নিন্দা জানান এবং এ দেশে হিন্দুদের শান্তিপূর্ণভাবে বসবাসের সুযোগ করে দিতে সরকারের প্রতি আহবান জানান।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com