স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান বলেছেন- বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের ফলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে গেলেও তার দোসররা দেশকে অস্থিতিশীল করতে অপচেষ্টায় লিপ্ত রয়েছে। তাদের থেকে আমাদের সর্তক থাকতে হবে। দেশ ও দেশের সম্পদের মালিক এ দেশের জনসাধারণ। তা রক্ষা করতে হবে আমাদের সকলকেই। শনিবার উপজেলার হরষপুর, কালির বাজার, ধর্মঘর, মৌজপুর ও মনতলা বাজারে ব্যবসায়ী ও হিন্দু সম্প্রদায়ের লোকজনের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি সামসুল ইসলাম কামাল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য আলাউদ্দিন আল রনি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চৌমুহনী ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, বহরা ইউপি চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ডাঃ হরি চন্দ্র দেব, আদাঐর ইউপি চেয়ারম্যান মীর মুরশেদ আলম প্রমূখ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com