স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার ভাটিপাড়া গ্রামে নদীতে গোসল করার সময় কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে সুকুমার দাস (৩০) নামে এক যুবকের হাতের কব্জি উড়ে গেছে। গতকাল শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। সেই ওই গ্রামের নীল দাসের পুত্র।
জানা যায়, গতকাল দুপুরে বাড়ীর পাশর্^বর্তী নদীতে গোসল করতে যায় সুকুমার। এ সময় নদীর পাড়ে কস্টেপ মোড়ানো একটি বস্তু দেখতে পায় সে। কৌতুহল বশত সে ওই বস্তুটিকে হাতে নিয়ে দেখতে চায়। ঠিক ওই সময় ককটেলটি বিস্ফোরিত হয় তার ডান হাতে। বিস্ফোরণের শব্দে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন। সেখানে তার অবস্থার অবণতি হলে দ্রুত তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। কর্তব্যরত চিকিৎসক জানান, বিস্ফোরণে সুকুমারের ডান হাতের কজি¦ ক্ষতবিক্ষত হয়ে গেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট প্রেরণ করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com