স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া ইউনিয়নের তেতৈয়া গ্রামে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়েরকৃত মামলায় লম্পটের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেছেন বিজ্ঞ আদালত।
মামলার বিবরণে জানা যায়, তেতৈয়া গ্রামের জনৈক ব্যক্তির প্রতিবন্ধী (২৫) মেয়েকে একই গ্রামের লিয়াকত আলীর পুত্র চা স্টল ব্যবসায়ী সোহেল মিয়া (২৫) প্রেমের ফাঁদে ফেলে ২০২৩ সালের ৫ জুন থেকে ধর্ষণ করে আসছে। এক পর্যায়ে ওই নারী অসুস্থ হয়ে পড়লে সোহেলকে বিয়ের জন্য চাপ দেয়। কিন্তু সোহেল তাকে বিয়ে করতে অনীহা প্রকাশ করে। অবশেষে নিরুপায় হয়ে পিতৃহারা প্রতিবন্ধী নারী গত ২৯ এপ্রিল সোহেলের বিরুদ্ধে ধর্ষণ মামলা করে। মামলাটি আমলে নিয়ে বিজ্ঞ বিচারক ২৯ জুলাই আসামীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ইস্যু করেন। থানায় পরোয়ানাটি আসলেও পুলিশ না থাকায় তাকে গ্রেফতার করা হচ্ছে না। এতে নিরাপত্তাহীনতায় ভোগছেন ওই প্রতিবন্ধী নারী।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com