রাত ১০টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কারফিউ চলবে
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলায় কারফিউ শিথিলের সময় গতকালের সময়ই রাখা হয়েছে। ৩১ জুলাই রাত ১০টা থেকে ১ আগস্ট ভোর ৬টা পর্যন্ত কারফিউ বলবৎ। আজ ১ আগস্ট ভোর ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত কারফিউ থাকছে না। ১ আগস্ট রাত ১০টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে।
জেলা প্রশাসন জানায়, হবিগঞ্জ জেলার জনশৃঙ্খলা ও সর্বসাধারণের জানমাল রক্ষার্থে বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এর ২৪(১) উপধারা অনুযায়ী চলমান সান্ধ্য আইন ৩১ জুলাই রাত ১০টা হতে ১ আগস্ট ভোর ৬টা পর্যন্ত বর্ধিত করা হলো। ১ আগস্ট ভোর ৬টা হতে রাত ১০টা পর্যন্ত সান্ধ্য আইন শিথিল থাকবে। ১ আগস্ট রাত ১০টা হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সান্ধ্য আইন বলবৎ থাকবে। সান্ধ্য আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। হবিগঞ্জ জেলা প্রশাসন আরো জানায়, উপর্যুক্ত নিষেধাজ্ঞা নিম্নবর্ণিত ক্ষেত্রে শিথিল থাকবে- ক) শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে নিয়োজিত প্রশাসন, খ) শান্তি-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী ও অনুমতি প্রাপ্ত ব্যক্তি, গ) জরুরি সেবা কাজে নিয়োজিত যানবাহন এবং ঔষধ, স্বাস্থ্য, চিকিৎসা ও অনুরূপ সেবা কাজে নিয়োজিত ব্যক্তি।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com