বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল হাসপাতাল কমিটির সভা বুধবার বিকেল ৪ টায় হাসপাতাল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসাইন, উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহসান, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমুন নাহার রীতা, ওসি মশিউর রহমান, স্বাস্থ্য বিভাগের প্রাক্তন বিভাগীয় পরিচালক ডা. হরিপদ রায়, উপ-পরিচালক ডা. অর্ধেন্দু দেব, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ নূর মিয়া, বাহুবল মডেল প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম নূর, শ্রমিকনেতা আসকার আলী, সদর ইউপি চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অলিউর রহমান অলি, যুগ্ম সম্পাদক আব্দুল মুছাব্বির শাহীন চা বাগান শ্রমিক নেতা পিয়ারী লাল প্রমূখ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com