স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালিত হয়েছে। বেলা ১২টায় হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা এ কর্মসূচি শুরু করে। এ সময় তারা সড়ক অবরোধ করে নানা শ্লোগান দেয়। শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো এলাকা। তখন পুলিশ ও বিজিবি আদালতের সামনে অবস্থান নেয়। এক পর্যায়ে উভয়ের মধ্যে উত্তেজনা দেখা দেয়। বেলা দেড়টায় একদল আইনজীবী এসে শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করেন। আইনজীবীদের পক্ষে বক্তৃতা করেন নূরুল ইসলাম, সরকার আব্দুস শহীদ, নুরুল হক, আফজাল হোসেন, আজিজুর রহমান আজিজ, গোলজার খান প্রমূখ। পরে শিক্ষার্থীরা শহরে বিক্ষোভ মিছিল বের করে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com