স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের তিনকোনা পুকুরপাড়স্থ চাঁন মিয়া মসজিদ এলাকা থেকে ৭০ বছর বয়সী এক বৃদ্ধকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে রাস্তার পাশে ড্রেনের উপর অচেতন অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। খবর পেয়ে এসআই আজাদ হোসেন তাকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। রাত ১০টায় হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে গিয়ে দেখা যায় সেখানে ওই বৃদ্ধের চিকিৎসা চলছে। তবে তা ছিল অপর্যাপ্ত। যদিও দরিদ্র, অসহায় এবং অজ্ঞাত রোগীদের জন্য সদর হাসপাতালে সমাজসেবা অধিদপ্তর রয়েছে। তারা সার্বক্ষণিক এসব রোগীদের চিকিৎসা ও ঔষধ সরবরাহের কথা থাকলেও ওই সময়ে তাদের কাউকে পাওয়া যায়নি। চিকিৎসা অবহেলায় ওই বৃদ্ধের মৃত্যুর আশঙ্কা উপস্থিত লোকজনের।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com