সুমন আহমেদ বিজয় ॥ লাখাই উপজেলার হাওর অঞ্চলে দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নের জন্য মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। ২৯ জুলাই সোমবার বিকালে লাখাই উপজেলার বুল্লা হাওরে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিদা সুলতানা।
সূত্রে জানা যায়, লাখাই উপজেলার বুল্লা হাওরে মাছের প্রজনন রক্ষার্থে অবৈধ জাল ব্যবহার বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে প্রায় ১ লক্ষ ২০ হাজার টাকার অবৈধ জাল জব্দ করা হয় এবং পরে উপজেলা পরিষদ চত্বরে জব্দকৃত অবৈধ জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনাকালে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা আবু ইউসুফ ও সহকারী প্রশাসনিক কর্মকর্তা হৃদয় সুত্রধর।
মোবাইল কোর্ট পরিচালনাকালে সহায়তা করেন লাখাই থানার পুলিশের এসআই মোঃ আখতারুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ।
লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিদা সুলতানা জানান, মোবাইল কোর্ট পরিচালনা করে প্রায় ১ লক্ষ ২০ হাজার টাকার অবৈধ জাল জব্দ করা হয়েছে ও পরে জব্দকৃত অবৈধ জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। লাখাই উপজেলার বিভিন্ন হাওরে মাছের প্রজনন রক্ষার্থে অবৈধ জাল ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে কঠোর হুশিয়ারি দেন তিনি।