মোঃ মামুন চৌধুরী ॥ শায়েস্তাগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের কারণে কোটা আন্দোলনকারীরা মাঠে নামতে পারেনি। সোমবার (২৯ জুলাই) বিকেলে শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে কর্মসূচি পালনের ঘোষণা দেয় কোটা আন্দোলনকারীরা। বিষয়টি জানতে পেরে শায়েস্তাগঞ্জ ও চুনারুঘাট থানা পুলিশ নতুন ব্রিজ এলাকায় অবস্থান নেয়। সেনাবাহিনী ও বিজিবি গাড়ী নিয়ে টহল দেয়। আইন-শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে থাকায় কোটা আন্দোলনকারীরা মাঠে নামতে পারেনি। এমনকি কাউকে ব্যানার ও ফেস্টুন হাতে দেখা যায়নি। নিরাপত্তার চাদরে মোড়ানো ছিল নতুন ব্রিজ এলাকা। জনসাধারণ ও গাড়ী চলাচল ছিল স্বাভাবিক।
সরেজমিন গিয়ে দেখা গেছে, নতুন ব্রিজ এলাকার একপাশে শায়েস্তাগঞ্জ থানার ওসি মোহাম্মদ মোবারক হোসেন ভূঁঞা ও ওসি (তদন্ত) উত্তম কুমার দাশের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ সদস্য এবং অন্যপাশে চুনারুঘাট থানার ওসি হিল্লোল রায় ও ওসি (তদন্ত) কবির আহমেদের নেতৃত্বে পুলিশ সদস্যরা কঠোর অবস্থানে ছিলেন। আর মাঝে মধ্যে সেনাবাহিনী ও বিজিবি গাড়ী নিয়ে টহল দিতে দেখা যায়। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এ অবস্থা চলে।