স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা কারাগারে বন্দীদের সাথে স্বজন ও আইনজীবীদের সাক্ষাত বন্ধ করে দেয়া হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্বজনরা। শুধু তাই নয়, হতাশায় ভোগছেন বন্দীরাও। স্বজনদের সাথে গত ১৫ দিন ধরে দেখা সাক্ষাত করতে না পারায় মামলার খোঁজখবরসহ পরিবারের কিছুই জানতে পারছেন না বন্দীরা। প্রতিদিন হবিগঞ্জসহ বিভিন্ন জেলা থেকে স্বজনরা কারাগারে এসে আপনজনের সাথে দেখা করতে না পেরে হতাশা নিয়ে বাড়ি ফিরছেন।
অনেকেই অভিযোগ করেন, বিষয়টি যদি জানা থাকতো তাহলে দূর-দূরান্ত থেকে এসে ভোগান্তির শিকার হতে হতো না।
জামিনে বেড়িয়ে আসা কয়েকজন বন্দী জানান, দেখা-সাক্ষাত ও মোবাইফ ফোনে যোগাযোগ বন্ধ করে দেয়ায় বাহিরের কোন খবর তারা পাচ্ছেন না। এক তো জেলের ভেতর খুবই কষ্ট, অন্যদিকে দেশের চলমান পরিস্থিতি ভাল না হওয়ায় পরিবার পরিজন নিয়ে তারা উদ্বিগ্ন দিন কাটিয়েছেন।
এ ব্যাপারে জেলার মাসুদুর রহমান জুয়েলের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, নিয়মানুযায়ী সপ্তাহে ১-২ দিন বন্ধীরা তাদের স্বজন ও আইনজীবীদের সাথে কথা বলতে পারতেন। চলমান পরিস্থিতির কারণে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে দেখা সাক্ষাত আবারো উন্মুক্ত করে দেয়া হবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com