রাত ৮টা থেকে সকাল ৮টা পর্যন্ত কেউ বাসাবাড়ি থেকে বের হতে পারবেন না

স্টাফ রিপোর্টার ॥ সারা দেশের ন্যায় হবিগঞ্জের জনজীবন স্বাভাবিক হতে শুরু করায় কারফিউ আগের চেয়ে বেশি শিথিল করা হচ্ছে। আজ সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত হবিগঞ্জ জেলায় কারফিউ থাকবে না। এ সময়টাতে কারফিউ শিথিল করা হয়েছে। হবিগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটের বরাত দিয়ে জেলা তথ্য অফিস এ তথ্য জানায়। তথ্য অফিস জানায়, বৃহস্পতিবার রাত ৮টা থেকে সকাল ৮টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে। এ সময়ে কেউ যেন বাসাবাড়ি থেকে প্রয়োজন ছাড়া বের না হন। তবে ফার্মেসী, এ্যাম্বুলেন্স গণমাধ্যমসহ জরুরী সেবামূলক কার্যক্রম কারফিউ’র আওতামুক্ত থাকবে।
সূত্র জানায়, কোটা বিরোধী আন্দোলনে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার কারণে গত ১৯ জুলাই রাতে সারা দেশে কারফিউ ঘোষণা করা হয়। এরপর থেকে বিভিন্ন সময় শিথিল করে কারফিউ চলে আসছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে দেশের সার্বিক পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে এলেই কারফিউ পুরোপুরি তুলে দেওয়া হবে।