স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বাণিজ্যিক এলাকাস্থ মদীনা ফার্র্মেসীতে ঔষধ ফেরত না রাখাকে কেন্দ্র করে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, সম্প্রতি জনৈক ব্যক্তি মদিনা ফার্মেসী থেকে ঔষধ ক্রয় করেন। গতকাল সন্ধ্যায় ওই ঔষধ ফেরত দিতে আসলে মালিকপক্ষ ঔষধ ফেরত রাখতে অনীহা প্রকাশ করে। এ নিয়ে দুই পক্ষের মাঝে তর্ক-বিতর্ক হয়। এক পর্যায়ে ঔষধ ক্রেতা ফার্মেসী থেকে চলে যান। পরে তিনি লোকজন নিয়ে এসে ফার্মেসীতে হামলা চালাল। ফার্মেসীর গ্লাসসহ অন্যান্য জিনিসপত্র ভাংচুর করা হয়। ওই সময় প্রধান সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানার এসআই রুবেল চন্দ্র দাশসহ একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানায়, ঔষধ ফেরত দেয়া নিয়ে এ সংঘর্ষের ঘটনাটি ঘটেছে। এ ব্যাপারে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এদিকে, ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনায় ব্যকস নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।