স্টাফ রিপোর্টার ॥ টানা ৫দিন পর পুরনো রূপে ফিরতে শুরু করেছে হবিগঞ্জ শহর। বেড়েছে যান চলাচল, সঙ্গে জন চলাচলও। রাস্তাঘাটে, ব্যবসা প্রতিষ্ঠানে এমনকি যানবাহনে জনসমাগম বেড়েছে। খুলতে শুরু করেছে সরকারি-বেসরকারি অফিস, ব্যাংকসহ সবধরণের দোকানপাট। কর্মস্থলমুখী মানুষ। এক সপ্তাহের অস্বস্থির যেন অবসান হয়েছে।
সম্প্রতি কোটাবিরোধী আন্দোলনে পুরো দেশ অচলাবস্থার মধ্যে পড়ে। এর ধারাবাহিকতায় গত শুক্রবার মধ্যরাত থেকে দেশজুড়ে শুরু হয় অনির্দিষ্টকালের কারফিউ। রবি, সোম ও মঙ্গলবার নির্বাহী আদেশে ছিল সাধারণ ছুটি। পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি, পুলিশ সহ বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা এবং তল্লাশিতে যান ও জনচলাচল ছিল কম। বুধবার কারফিউ’র সময়সীমা সকাল ৬টা থেকে বিকেল ৬টা পর্যন্ত শিথিলের ঘোষণা দেয়ায় শহরের রাস্তাঘাট, বিভিন্ন সরকারি-কেসরকারি অফিসে কর্মচাঞ্চল্য দেখা দেয়।