উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় এমপি আবু জাহির
মোঃ মামুন চৌধুরী ॥ শায়েস্তাগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা সোমবার (১৫ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার মিতার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ আবু জাহির।
বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, ভাইস চেয়ারম্যান আ স ম আফজল আলী, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মমতাজ বেগম ডলি, ওসি মোবারক হোসেন ভূইয়া, শায়েস্তাগঞ্জ ইউপি চেয়ারম্যান মোঃ বুলবুল খান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ নাজিম উদ্দিন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অদিতি রায়, মৎস্য কর্মকর্তা কনিক চন্দ্র শর্মা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মশিউর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ ইসমাইল তালুকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাদ বিন জাহাঙ্গীর, জেলা পরিষদের সাবেক সদস্য আব্দুল্লাহ সরদার, অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সভাপতি অসিত রঞ্জন দাশ মন্টু, মহিলা মেম্বার মোমেনা আক্তার, প্রেসক্লাব সভাপতি মোঃ আব্দুর রকিব, সাধারণ সম্পাদক মঈনুল হাসান রতন প্রমূখ। এছাড়াও সভায় আইন-শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ অংশ নিয়ে মতামত ব্যক্ত করেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ আবু জাহির বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার ক্ষমতায় আছেন বলেই শায়েস্তাগঞ্জ উপজেলা হয়েছে। সরকারি বরাদ্দে স্থানে স্থানে উন্নয়ন হচ্ছে। সড়ক যোগাযোগ ও গ্যাসের সহজলভ্যতায় শায়েস্তাগঞ্জে শিল্পাঞ্চল গড়ে ওঠেছে। এতে বেকার লোকের কর্মসংস্থানের সুযোগ হয়েছে। এখানে কোনো অপরাধীর স্থান হবে না। অপরাধ দমনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আইন-শৃঙ্খলা বাহিনীকে সঠিক তথ্য দিয়ে সহায়তা করতে তিনি সকলের প্রতি আহবান জানান।