সুমন আহমেদ বিজয় ॥ লাখাই উপজেলার তেঘরিয়া ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন লোহা-লক্কড় ও কাঠের টেবিল সহ বিভিন্ন সামগ্রী অবৈধভাবে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগের প্রেক্ষিতে দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির সদস্যরা হলেন- উপজেলা সহকারী শিক্ষা অফিসার প্রণয় কান্তি মালদার ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার এসএম কামরুজ্জামান।
লাখাই উপজেলা শিক্ষা অফিসার মোঃ মাহমুদুল হক জানান, এ বিষয়ে ২ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির সদস্যরা তেঘরিয়া ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরেজমিনে গিয়ে তদন্ত করে দ্রুত প্রতিবেদন দেওয়ার জন্য তাগিদ দেওয়া হয়েছে।
তেঘরিয়া ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান জানান, আমার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে এটি মিথ্যা ও বানোয়াট।
প্রসঙ্গত, গত ১১ জুলাই দুপুরে লাখাই উপজেলার ৩নং মুড়িয়াউক ইউনিয়নের তেঘরিয়া ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান কাউকে না জানিয়ে বা কোন প্রকার অনুমতি না নিয়ে বিদ্যালয়ের পুরাতন লোহা-লক্কড় ও কাঠের টেবিল সহ বিপুল পরিমাণ সামগ্রী বিক্রি করে দেন।