ফেসবুকে ভিডিওতে তুলে ধরা হয়েছে সুজন মাতলামি করছিলেন ॥ প্রচার হওয়া ভিডিও’র প্রতিবাদ করে সুজন বললেন- আমার সাথে এমন কোন ঘটনা ঘটেনি
স্টাফ রিপোর্টার ॥ মদ্যপান করে মাতলামি করা অবস্থায় জনতার উত্তম-মধ্যমের শিকার হয়েছেন হবিগঞ্জ শহরের আলোচিত আসামী বিপ্লব কুমার রায় সুজন। বৃহস্পতিবার দিবাগত রাতে হবিগঞ্জ শহরের রাধানগর এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। ফেসবুকে আমার হবিগঞ্জ আইডিতে আপলোড দেয়া ভিডিওতে দেখা যায়, অন্ধকারে মদ্যপ অবস্থায় স্থানীয় জনতার হাতে আটক হয়েছেন বিপ্লব রায় সুজন। উদ্ভুত পরিস্থিতিতে তিনি জনতার কাছে বার বার ক্ষমা চাচ্ছেন। পরে জনতার উত্তম-মধ্যমের শিকার হলে তিনি সেখান থেকে দৌড়ে পালিয়ে যান। আমার হবিগঞ্জ আইডিতে আপলোড দেয়া ভিডিওতে লেখা হয় ‘মাতলামি করার সময় বিক্ষুব্ধ জনতার চড়থাপ্পড় খেলো রিবন রূপা দাশ হত্যা মামলার আসামী বিপ্লব কুমার রায় সুজন বিল্লু।’
তবে এ রকম কোন ঘটনা ঘটেনি বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন বিপ্লব কুমার রায় সুজন। ফেসবুকে তিনি লিখেন- ‘আমাকে অনেকেই এসএমএস করেছে আমার সাথে কারও ঝগড়া হইছে নাকি। প্রথম আমি মনে করেছি টিকটক তারপর আবার এক বড় ভাই পাঠিয়েছে। এমন কোন ঘটনা আমার সাথে ঘটে নাই যা হাস্যকর। আমার সাথে ঘটলে আমিই অবশ্যই আইনের আশ্রয় নিতাম, যত বড় সন্ত্রাসী হোক না কেনো।’
উল্লেখ্য, বিপ্লব কুমার রায় সুজন লাখাই উপজেলার আলোচিত শিক্ষিকা রিবন রূপা দাশের আত্মহত্যা প্ররোচনা মামলার অন্যতম আসামী। গ্রেফতার এড়াতে কিছুদিন পালিয়ে থাকার পর বর্তমানে তিনি উচ্চ আদালত থেকে জামিনে আছেন।