স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জসহ ৩ জেলার (হবিগঞ্জ, সিলেট ও মৌলভীবাজার) পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়নে এএনসির (এডভোকেসি নেটওয়ার্ক কমিটি) সিলেট বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১১ জুলাই শ্রীমঙ্গল ইন রেস্টুরেন্ট এন্ড কমিউনিটি সেন্টারে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সিলেট বিভাগের উল্লেখিত ৩টি জেলার ২৯টি উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির ৩শ’ সদস্য অংশ নেন। শ্রীমঙ্গল উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির চেয়ারপার্সন কাজী আছমা’র সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহীনা আক্তার। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তর মৌলভীবাজার জেলার উপপরিচালক হাবিবুর রহমান, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক শাহিদা আক্তার, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক ইকবাল নাসির, ওয়েভ ফাউন্ডেশনের উপপরিচালক কানিজ ফাতেমা ও এলএনওবি (লিভ নো ওয়ান বিহাইন্ড/কাউকে বাদ দিয়ে নয়)-এর সিলেট বিভাগীয় কমিটির সভাপতি জালাল উদ্দিন রুমি। ২৯টি উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির কার্যক্রমের রিপোর্ট উপস্থাপন করেন ওয়েভ ফাউন্ডেশনের সিলেট ডিভিশনাল ফ্যাসিলেটেটর শাহজাহান মিয়া। স্বাগত বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সভাপতি সাংবাদিক নজরুল ইসলাম মুহিন। সম্মেলনে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে আগামী ৩ থেকে ৬ মাসের মধ্যে কি কি কাজ করা হবে তা গ্রুপ ওয়ার্কের মাধ্যমে ২৯টি উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির পক্ষ থেকে উপস্থাপন করা হয়। হবিগঞ্জ জেলার কর্মপরিকল্পনা উপস্থাপন করেন বানিয়াচং উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির ভাইস চেয়ারম্যান তানিয়া খানম, লাখাই উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির চেয়ারপার্সন বাহার উদ্দিন, চুনারুঘাট উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির চেয়ারপার্সন ফজল মিয়া এবং নবীগঞ্জ উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।