সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, শায়েস্তাগঞ্জ থেকে ॥ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও সমিতিকে একীভূত করণ বিষয়ে কমিটি গঠন এবং চুক্তি ভিত্তিক কর্মচারিদের নিয়মিত করণের প্রতিশ্রুতির প্রেক্ষিতে ৬ শর্তে আন্দোলন স্থগিত রেখে কাজে যোগদান করেছেন হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি কর্মকর্তা-কর্মচারিরা। বৃহস্পতিবার (১১ জুলাই) সমিতির সদর দপ্তর শায়েস্তাগঞ্জে এজিএম এইচ আর বদরুল ইসলাম ও লাখাই জোনাল অফিসের এজিএম পলক সাহা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বুধবার বিকেলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে দুই দফা দাবি পূরণে আগামী ১ সপ্তাহের মধ্যে নতুন করে উভয় পক্ষের সমন্বয়ে কমিটি গঠন করার প্রতিশ্রুতি দিয়েছে মন্ত্রণালয়। বৈঠক শেষে সামগ্রিক বিষয়ে পর্যালোচনা করে ৬টি শর্তে সাময়িক ভাবে কর্মবিরতি স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শর্তগুলোর মধ্যে রয়েছে কমিটি গঠন ও রিপোর্ট দাখিল না হওয়া পর্যন্ত আরইবি কোনো কর্মকর্তা-কর্মচারীকে হয়রানির উদ্দেশ্যে পবিস সমূহে গমন করতে পারবে না। কমিটিকে পবিস বিদ্যমান সব পদের বৈষম্য দূরীকরণ ও একীভূতকরণ সহ অভিন্ন সার্ভিস কোড বাস্তবায়নে একটি গ্রহণযোগ্য সুপারিশ দাখিল করতে হবে। চুক্তি ভিত্তিক অনিয়মিত সব কর্মচারিদের স্ব স্ব পদে নিয়মিত করতে হবে। বর্ণিত সময়ের মধ্যে পবিস সমূহে কোনো কর্মকর্তা-কর্মচারির কোনো প্রকার হয়রানিমূলক বদলী করা যাবে না।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com