নিজস্ব প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জ উপজেলার বদলপুর ইউনিয়নের পাহাড়পুরে পানিতে ডুবে মারা যাওয়া দুই শিশুর বোনদের লেখাপড়ার দায়িত্ব নিয়েছেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল। সোমবার তিনি পাহাড়পুর গ্রামে গিয়ে নিহত শিশু প্রলয় দাস ও সূর্য দাসের পরিবারের সাথে সাক্ষাত করেন। এ সময় তিনি নিহতের পরিবারের সদস্যদের শান্তনা দেন। এমপি রুয়েল নিহতের স্বজনদের সাথে কথা বলে জানতে পারেন- নিহত শিশু প্রলয়ের বোন ও সূর্য দাসের ২ বোন রয়েছে। তাদের পরিবারের আর্থিক স্বচ্ছলতা না থাকায় তিনি প্রলয় ও সূর্য দাসের বোনের লেখাপড়া দায়িত্ব নেন। শিশুদের পরিবারের পাশে আজীবন থাকবেন বলে প্রতিশ্রুতি দেন। এ সময় সংসদ সদস্যের সাথে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com