আলমগীর কবির, মাধবপুর থেকে ॥ হবিগঞ্জের মাধবপুরে ২০২৪-২৫ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ১ হাজার ১৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত এক অনুষ্ঠানে এসব বীজ ও সার বিতরণ করা হয়। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহাত বিন কুতুব এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সজিব পাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুর মামুন, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভার ১ হাজার ১৫০ জন কৃষকের মাঝে উফশী আউশ আবাদের লক্ষ্যে জনপ্রতি ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএমপি সার, ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়। এছাড়া শাহজাহানপুর ইউনিয়ন ১৫ জন কৃষককে ১ কেজি করে পিঁয়াজের বীজ ও সার বিতরণ করা হয় এবং পূণর্বাসন এর জন্য ২৫০ জন কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়।