স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের উমেদনগরের স্কুলছাত্রীকে চ্যানেল আইয়ে গান গাওয়ার সুযোগ করে দেয়ার কথা বলে ধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলার আসামী বাউল শিল্পী ইতি সরকারের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক জেলা ও দায়রা জজ জাহিদুল ইসলাম এর আদালতে হাজির হয়ে ইতি সরকার জামিন প্রার্থনা করলে তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন বিচারক। এর আগে এ মামলার প্রধান আসামি বাহুবলের পুটিজুরী গ্রামের বাউল শিল্পী সর্দার শামীম আহমেদ ও উমেদনগরের পপিকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করে পুলিশ। সম্প্রতি পপি জামিনে জেল থেকে ছাড়া পেলেও শামীম এখনও কারাগারে রয়েছে।
প্রসঙ্গত, সম্প্রতি শহরের উমেদনগরের বাউল শিল্পী ৮ম শ্রেণির ছাত্রীকে চ্যানেল আইয়ে গানের সুযোগ করে দেয়ার কথা বলে শামীম ধর্ষণ করে। আর তাতে সহযোগিতা করে পপি ও ইতি সরকার। এ ঘটনায় কিশোরীর মা বাদি হয়ে উল্লেখিতদের বিরুদ্ধে মামলা করেন।