গতকাল ২৭ জুন বৃহস্পতিবার শচীন্দ্র কলেজে বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অত্যন্ত ভাবগম্ভীর পরিবেশে কলেজের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীর উপস্থিতিতে মাহফিল অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ আবু সিরাজ মোঃ মুনিরুল ইসলামের সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক লতিফ হোসেনের সঞ্চালনায় এই মিলাদ মাহফিলে শিক্ষার্থীবৃন্দকে সততা, নৈতিকতা ও আধ্যাত্মিক শিক্ষা বিষয়ে উপদেশ দিয়ে বক্তব্য প্রদান করেন গভর্নিংবডির সদস্য সজিব আলী, এডভোকেট প্রমথ সরকার, সহকারী অধ্যাপক মোঃ তরিকুল ইসলাম হারুন, সহকারী অধ্যাপক দেওয়ান রফিউল হক খান পাঠান এবং সহকারী অধ্যাপক মোঃ নজরুল ইসলাম খান। শিক্ষার্থীর জীবনে ইসলাম ধর্ম এবং রাসুল (সঃ) এর জীবনাদর্শের গুরুত্ব আলোচনা করেন কলেজ মসজিদের ইমাম মাওলানা আব্দুল আলী, বায়তুল আমান জামে মসজিদের খতিব মুফতি মাওলানা আলমগীর হোসেন সাইফী এবং কেন্দ্রীয় সুন্নী জামে মসজিদের খতিব মুফতি মাওলানা আব্দুল মজিদ। মুফতি মাওলানা আব্দুল মজিদের মিলাদ পরিচালনা ও মুনাজাতের মাধ্যমে কলেজের সকল শ্রেণির শিক্ষার্থীর কল্যাণ ও কলেজের সার্বিক উন্নতি ও সফলতা কামনা করা হয়। মিলাদ উদযাপন কমিটির সদস্য প্রভাষক জিয়াউল হক এবং প্রভাষক মোঃ শাহআলম সহ কলেজের শিক্ষক-কর্মচারী উক্ত অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন। পরিশেষে উপস্থিত সকলের মধ্যে তাবারুক বিতরণের মাধ্যমে মিলাদ মাহফিলের সমাপ্তি ঘটে। প্রেস বিজ্ঞপ্তি