শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় উপজেলা পর্যায়ে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তামাক বিরোধী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার মিতার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আ স ম আফজাল আলী, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম ডলি। রিসোর্স পার্সনের দায়িত্বে ছিলেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহিদ ভুইয়া, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অদিতি রায়, প্রাথমিক উপজেলা শিক্ষা অফিসার মোঃ মাহফুজ মিয়া। তামাকের বিভিন্ন ক্ষতিকারক দিক নিয়ে প্রশিক্ষণ প্রদান করেন শায়েস্তাগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার অদিতি রায়।
প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা বলেন, ব্যক্তি ও জাতীয় পর্যায়ে তামাক এবং ধূমপানের কুফল সম্পর্কে জনগণের মাঝে সচেতনতা গড়ে তুলতে হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোঃ আব্দুর রকিব, সাধারণ সম্পাদক মইনুল হাসান রতন, শায়েস্তাগঞ্জ ডটকম এর সম্পাদক ও প্রকাশক সাখাওয়াত হোসেন টিটু, সাংবাদিক সৈয়দ আশরাফ উদ্দিন মামুন, দৈনিক সিলেটের ডাক প্রতিনিধি অধ্যাপক ফিরোজুল ইসলাম চৌধুরী, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মোঃ আব্দুল হক রেনু সহ টাস্কফোর্স কমিটির সকল সদস্যবৃন্দ।