নিজস্ব প্রতিনিধি ॥ গতকাল ২৭ জুন সকাল ১১টায় নবীগঞ্জ পৌরসভা কার্যালয়ে পৌরসভার মাসিক সাধারণ সভায় ২০২৪-২০২৫ অর্থ বছরের বাজেট অনুমোদন করা হয়েছে। নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী উক্ত সভায় সভাপতিত্ব করেন। সভায় মেয়রের অনুমতিক্রমে এবং পৌর নির্বাহী কর্মকর্তা মুহম্মদ নূর আজম শরীফ’র সঞ্চালনায় পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা শেখ মো. জালাল উদ্দীন নবীগঞ্জ পৌরসভার ২০২৪-২০২৫ অর্থ বছরের জন্য ৫১ কোটি ৪ লাখ ৫৬ হাজার ৯৪২ টাকার খসড়া বাজেট উপস্থাপন করলে তা সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।
বাজেটে সর্বমোট আয় ধরা হয়েছে ৫১ কোটি ৪ লাখ ৫৬ হাজার ৯৪২ টাকা এবং ব্যয় ধরা হয়েছে ৫০ কোটি ৮৮ লাখ ৫ হাজার ২০০ টাকা। সার্বিক উদ্ধৃত্ত ১৬ লাখ ৫১ হাজার ৭৪২ টাকা।
বাজেটের সারসংক্ষেপ: (১) মোট রাজস্ব আয় ৬ কোটি ৭২ লাখ ৩৬ হাজার ৯৪২টাকা, মোট রাজস্ব ব্যয় ৬ কোটি ৫৬ লাখ ৬০ হাজার টাকা। রাজস্ব উদ্ধৃত্ত ১৫ লাখ ৭৬ হাজার ৯৪২ টাকা। (২) মোট উন্নয়ন আয় ৪৪ কোটি ৩২ লাখ ২০ হাজার টাকা যার মধ্যে সরকার প্রদত্ত উন্নয়ন সহায়তা (বিশেষ বরাদ্দসহ) ১ কোটি ৫০ লাখ টাকা, সিলেট বিভাগ গ্রামীণ এ্যাকসেস সড়ক উন্নয়ন প্রকল্প ১৫ কোটি টাকা, গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো ১৪ কোটি টাকা, কোভিড-১৯ এর ক্ষতিজনিত প্রভাব মোকাবেলায় অনুদান ১ কোটি টাকা, ডেঙ্গু ও মশক নিধন কার্যক্রমে ১০ লাখ টাকা, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা ৮ কোটি টাকা, পৌর ভবন ৪ কোটি ৫০ লাখ টাকা, অন্যান্য খাতে আয় ২২ লাখ ২০ হাজার টাকা। উন্নয়ন খাতে সর্বমোট ব্যয় ৪৪ কোটি ৩১ লাখ ৪৫ হাজার ২০০ টাকা, উন্নয়ন খাতে উদ্ধৃত্ত ৭৪ হাজার ৮০০ টাকা। উক্ত সভায় বক্তব্য রাখেন নবীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-০১ জায়েদ চৌধুরী, প্যানেল মেয়র-২ মো. আঃ সোবহান, প্যানেল মেয়র-৩ ফারজানা মিলন পারুল, সংরক্ষিত কাউন্সিলর সৈয়দা নাসিমা বেগম ও পূর্ণিমা রানী দাশ, ৮নং ওয়ার্ড কাউন্সিলর বাবুল দাশ, ৭নং ওয়ার্ড কাউন্সিলর মো. কবির মিয়া, ৫নং ওয়ার্ড কাউন্সিলর মো. লুৎফুর রহমান, ৯নং ওয়ার্ড কাউন্সিলর মো. ফজল আহমদ চৌধুরী, ৪নং ওয়ার্ড কাউন্সিলর যুবরাজ গোপ, ১নং ওয়ার্ড কাউন্সিলর মো. জাকির হোসেন, ৩নং ওয়ার্ড কাউন্সিলর মো. নানু মিয়া, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. তারিকুল ইসলাম, সহ পৌরসভার কর্মকর্তা/কর্মচারীবৃন্দ।