কাজী মাহমুদুল হক সুজন ॥ চুনারুঘাট উপজেলার সাটিয়াজুরী ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স এর সাবেক তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ ইদ্রিসুর রহমান (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার বিকেল সাড়ে ৫ টায় চিকিৎসার জন্য ঢাকা নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ মেয়ে, ৩ ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন উপজেলার সুন্দরপুরে অবস্থিত সাটিয়াজুরী ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স এ ডাক্তার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি এলাকায় মানবিক ডাক্তার নামে পরিচিত ছিলেন। ডাঃ ইদ্রিছুর রহমানের বাড়ি চুনারুঘাট পৌর শহরের লক্ষীপুর গ্রামে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com