স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ প্রেসক্লাব সদস্য, দৈনিক যায়যায়দিন এর হবিগঞ্জ প্রতিনিধি ও দৈনিক খোয়াই’র সিনিয়র স্টাফ রিপোর্টার নুরুল হক কবিরের পিতা জবরু মিয়া মাস্টারের মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বাদ মাগরিব হবিগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি রাসেল চৌধুরী’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু হাসিব খান চৌধুরী পাবেল এর পরিচালনায় এতে উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ শাবান মিয়া, সিলেট মেট্রোপলিটন বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক শাকিল, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ এখলাছুর রহমান খোকন, শাহ ফখরুজ্জামান, চৌধুরী মাসুদ আলী ফরহাদ, নুরুজ্জামান ভূইয়া মামুন, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ চৌধুরী, কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম কহিনুর, আবু সালেহ মোঃ নুরুজ্জামান চৌধুরী শওকত, আব্দুল হালীম, নুরুল হক কবির, সাইফুর রহমান তারেক, কাজল সরকার, সৈয়দ মিজান ইব্রাহীম, ইলিয়াস আলী মাসুক, সহিবুর রহমান, সৈয়দ মশিউর রহমান, মীর আব্দুল কাদির, জাহাঙ্গীর রহমান, আমীর হামজা, এম. সজলু, কাজী মিজান, রুবেল তালুকদার, সৈয়দ সালিক, লিমন শাহ, শাওন গোপ প্রমূখ। মিলাদ মাহফিল পরিচালনা করেন বায়তুল আমান জামে মসজিদের খতিব মুফতি আলমগীর হোসাইন সাইফী। মিলাদ মাহফিলে মরহুমের রূহের মাগফেরাত কামনা করা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com