স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে জমে উঠেছে কোরবানির পশুর হাট। ভাল দামের আশায় জেলার বিভিন্ন হাটে গরু নিয়ে ছুটছেন পাইকাররা। তবে ক্রেতাদের দাবি, অন্যবারের চেয়ে এবার গরুর দাম বেশি। বাজারে আসা অনেক ক্রেতা জানান, ১ লাখ টাকার নিচে ভালো কোনো গরু পাওয়া যাচ্ছে না। তবে ঈদের এক দু’দিন আগে দাম কিছুটা কমতে পারে বলে তাদের ধারণা। তাই অনেকে বাজারে আসলেও গরু না কিনে বাড়ি ফিরে যাচ্ছেন। অন্যদিকে ব্যবসায়ীদের দাবি খাদ্যের দাম বেড়ে যাওয়ায় গরু বেশি দামে বিক্রি করতে হচ্ছে। বিভিন্ন জেলা থেকে ব্যবসায়ীরা গরু নিয়ে হবিগঞ্জের গরুর বাজার, মিরপুর বাজার, শায়েস্তাগঞ্জ বাজার, কেশবপুর বাজার, মাধবপুর বাজার, চুনারুঘাট, পৈল, নবীগঞ্জ বাংলা বাজারসহ বিভিন্ন বাজারে এসেছেন। গতকাল সরেজমিনে শায়েস্তাগঞ্জ বাজারে গিয়ে দেখা যায়, অনেক সুন্দর সুন্দর গরু হাটে বিক্রির জন্য নিয়ে আসা হয়েছে। কিন্তু দাম বেশি হওয়ায় বেচা-কিনি তেমন একটা নেই। তবে বিক্রেতাদের দাবি, ঈদ আসতে আরো বেশ কয়েকদিন বাকি। তাই ক্রেতারা বাজারে এসে গরু দর-দাম করছেন। বাজারে গরুর দাম কেমন তা পরখ করছেন। সময় ঘনিয়ে এলে ঠিকই বেচা-কেনা জমে উঠবে।