![](https://dailyhabiganjermukh.com/wp-content/uploads/2024/05/007-9.jpg)
স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলা চেয়ারম্যান ও আসন্ন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আলহাজ¦ সৈয়দ মোঃ শাহজাহান বলেছেন, বিগত ১০ বছর উপজেলা চেয়ারম্যান হিসেবে সরকারি ভাবে বরাদ্দকৃত সম্মানি নিজে ভোগ না করে জনকল্যাণে ব্যয় করেছি। এলাকার রাস্তাঘাট উন্নয়ন ও শিক্ষা বিস্তারে সরকারি বরাদ্দের পাশাপাশি ব্যক্তিগত তহবিল থেকে কাজ করে গেছি। তাই অসমাপ্ত উন্নয়নমূলক কাজ সম্পন্ন করতে অতীতের মতো ঘোড়া প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করতে সর্বস্তরের জনসাধারণের প্রতি আহবান জানান তিনি। শুক্রবার রাতে মাধবপুর পৌরসভার সর্বস্তরের জনসাধারণের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। সাবেক কাউন্সিলর গোলাপ খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর মেয়র মোঃ হাবিবুর রহমান মানিক, প্রেসক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি, কাউন্সিলর বাবুল হোসেন, কাউন্সিলর শেখ জহিরুল ইসলাম, কাউন্সিলর আবজাল পাঠান, সাবেক কাউন্সিলর মোঃ লাল মিয়া, সুরঞ্জন চন্দ্র পাল, হাজী ফিরোজ মিয়া, লুৎফুর রহমান খাঁন, হাজী অলিউর রহমান, হাজী ছিদ্দিক মিয়া, হাবিবুর রহমান, আলমগীর কবির প্রমূখ। পরে পৌর মেয়র হাবিবুর রহমানের মার্কেটে ঘোড়া প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়।