নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ডিগ্রী কলেজের শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আত্মসাৎ ও বিভিন্ন অনিয়মের প্রতিবাদে কলেজের অধ্যক্ষ সঞ্জিত সেন ও শিক্ষক নাজমুল হুদার অপসারণের দাবিতে কলেজের শিক্ষার্থীদের দেয়া ৭২ ঘন্টার আল্টিমেটাম ইতোমধ্যে শেষ হয়েছে। তাদের দাবি বাস্তবায়ন না হওয়ায় আগামী রবিবার থেকে আবারো ক্লাস বর্জনসহ শান্তিপূর্ণ লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।
এদিকে শিক্ষার্থীরা একের পর এক কর্মসূচি ঘোষণা করলেও আমলে নিচ্ছেন না কলেজ কর্তৃপক্ষ। এতে শঙ্কিত অভিভাবকরা।
আন্দোলনকারী শিক্ষার্থীরা জানায়, ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করতে কলেজের অধ্যক্ষ সঞ্জিত সেন রায় তাদের বিরুদ্ধে থানায় জিডি করেছেন। এটি অত্যন্ত দুঃখজনক। দুর্নীতি করবেন আর প্রতিবাদ করা যাবে না, এটা হয়না। জেল জুলুমের ভয় দেখিয়ে আন্দোলন থামানো হবে ব্যর্থ চেষ্টা। প্রয়োজনে সারা দেশের ছাত্র সমাজকে সাথে নিয়ে আন্দোলন বেগবান করে তোলা হবে বলেও হুশিয়ারী উচ্চারণ করা হয়। আন্দোলনকারী শিক্ষার্থীরা অবিলম্বে জিডি প্রত্যারসহ অধ্যক্ষ সঞ্জিত সেন রায় ও শিক্ষক নাজমুল হুদাকে অপসারণের দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণার পাশাপাশি এর দায়ও অধ্যক্ষকেই নিতে হবে বলে হুশিয়ারী দেন।
এ ব্যাপারে কথা বলতে কলেজ অধ্যক্ষ সঞ্জিত সেনের মোবাইল ফোনে বার বার কল দিয়ে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।
কলেজ গভর্ণিং বডির সদস্য তহির উদ্দিন জানান, শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়টি নিয়ে আমরা কলেজের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের অফিসে স্থানীয় চেয়ারম্যানসহ বসেছি। তিনি নির্বাচন নিয়ে ব্যস্থ থাকায় নির্বাচনের পরদিন কলেজে বসার কথা ছিল। তিনি বলেন, আমরা সভাপতি মহোদয়ের সাথে যোগাযোগ করছি। সে পর্যন্ত শিক্ষার্থীদের শান্ত থাকতে তিনি তাদের প্রতি আহবান জানান।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com