![](https://dailyhabiganjermukh.com/wp-content/uploads/2024/05/002-11.jpg)
স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মণডোরা ইউনিয়নের শেরপুর গ্রামে স্বামীর হাতে ফুলতারা (২৮) নামে প্রাণ কোম্পানীর শ্রমিক নিহতের ঘটনায় ঘাতক রফিককে রিমান্ডে এনেছে পুলিশ। পুলিশ জানায় আজ শনিবার রফিককে নিয়ে হত্যাকান্ডে ব্যবহৃত ছুরি উদ্ধারে চেষ্টা চালানো হবে। গত বৃহস্পতিবার সদর থানার এসআই সনক কান্তি দাশ ঘাতক রফিককে আদালতের মাধ্যমে রিমান্ডে এনেছেন। রিমান্ডে সে হত্যার দায় স্বীকার করেছে। পুলিশ জানায়, ফুলতারা তাকে তালাক দিয়ে পরকিয়া প্রেমে জড়িয়ে পড়ে। রফিক এটি সহ্য করতে না পেরে তাকে হত্যা করেছে। রফিক ব্রাহ্মণডোরা গ্রামের হুরন আলীর ছেলে।
প্রসঙ্গত, গত ৭ মে ফুলতারা কোম্পানী থেকে বাড়ি ফেরার পথে পূর্ব থেকে উৎপেতে থাকা রফিক ব্রাহ্মণডোরা এলাকায় তাকে ছুরিকাঘাত করে। ছুরিকাঘাতে সে গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট রেফার করেন। ৮ মে সকালে সে মারা যায়। পরে সদর থানা পুলিশ অভিযান চালিয়ে ঘাতক স্বামী রফিককে গ্রেফতার করে। এ ঘটনায় ফুলতারার পিতা বাদি হয়ে হত্যা মামলা দায়ের করেন। রফিককে গ্রেফতারের পর তথ্য উদঘাটনে পুলিশ আদালতে রফিকের রিমান্ডের আবেদন করলে আদালত রিমান্ড মঞ্জুর করেন।