স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভোটের মাঠে নতুন মুখ চেয়ারম্যান প্রার্থী মোঃ আতাউর রহমান মাসুক অনেকটাই এগিয়ে রয়েছেন। তিনি শায়েস্তাগঞ্জ পৌর শহরের দাউদ নগরের স্থায়ী বাসিন্দা, বিশিষ্ট মুরুব্বি মরহুম মোঃ বদর উদ্দিন এর ছেলে। আতাউর রহমান মাসুক শায়েস্তাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, দাউদ নগর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক, পাঁচ গ্রাম ঐক্য পরিষদের সভাপতি, হকার ও শ্রমিক সংগঠনের নেতা, সামাজিক সংগঠন, খেলাধুলা, সমাজসেবাসহ বেশ কয়েকটি সংগঠনের নেতা হিসেবে শায়েস্তাগঞ্জ উপজেলা তথা সারা হবিগঞ্জ জেলায় সুপরিচিত। তিনি দীর্ঘ বছর ধরে অসহায় হতদরিদ্র সহ সকল শ্রেণির নারী-পুরুষের সেবা এবং ন্যায় বিচারক হিসেবে কাজ করে আসছেন। এমনকি জনপ্রতিনিধিদের পেছনে বহু সেবা দিলেও তিনি জনপ্রতিনিধি হননি। শেষ বয়সে তাকে উপজেলা চেয়ারম্যান হিসেবে দলমত নির্বিশেষে সমর্থন জানিয়েছেন সর্বস্তরের মানুষ। সর্বস্তরের মানুষের সমর্থন পেয়ে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে তিনি চেয়ারম্যান প্রার্থী হয়ে হাটবাজার ও পাড়া-মহল্লায় চষে বেড়াচ্ছেন। এতে তিনি সাড়াও পাচ্ছেন বেশ। উপজেলার তিনটি ইউনিয়ন ও একটি পৌরসভার হাটবাজার, দোকান পাট এবং পাড়া-মহল্লায় সকল শ্রেণি পেশার নারী-পুরুষ ভোটারদের সাথে প্রতিদিন তিনি সাক্ষাৎ করে সালাম-দোয়া, গণসংযোগ ও ওঠান বৈঠক করে যাচ্ছেন। তিনি যে এলাকায় যান, সেই এলাকায়ই নতুন করে আলোচিত হচ্ছে তার নাম। নেতা মাসুক শেষ বয়সে জনগণের সেবা, উপজেলার উন্নয়ন করতে চান এবং জনগণের মুখে হাসি ফুটানোর জন্য উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়েছেন। উপজেলার সর্বস্তরের ভোটাররাও তাকে সমর্থন দিয়েছেন।
এবার দলীয় প্রতিকে নির্বাচন না হওয়ায় পাঁচ বছরের জন্য নতুন মুখ এর প্রতি টান ভোটারদের। আতাউর রহমান মাসুক এর জনপ্রিয়তা দেখে প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা তার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার করে যাচ্ছেন এমনটাই দাবি আতাউর রহমান মাসুকের। আতাউর রহমান মাসুক ঘোড়া প্রতিক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে তিনি সকলের ভোট, দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।