স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে ছোট ভাইয়ের পর এবার বড় ভাইকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনা নিয়ে চুনারুঘাট জুড়ে চলছে নানামুখি আলোচনার ঝড়। গতকাল বুধবার বিকেলে ময়নাতদন্ত শেষে উপজেলার লাতুরগাঁও গ্রামের মৃত আব্দুল মতলিব সর্দারের ছেলে নিহত গিয়াস উদ্দিন (৬০) এর লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাতে স্থানীয় নালমুখ বাজার থেকে গিয়াস উদ্দিন বাড়ি ফেরার পথে স্থানীয় মেম্বারের বাড়ির নিকট পৌঁছামাত্র অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ক্ষতবিক্ষত করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গতকাল বুধবার দুপুরে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে লাশ নিতে আসা স্বজনরা জানান, ২০১৮ সালে একই লোকজন গিয়াস উদ্দিনের ছোট ভাই মুহিবুল ইসলামকে একইভাবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় তাদের বড় ভাই মুক্তিযোদ্ধা সফিকুল ইসলাম বাদি হয়ে উল্লেখিতদের বিরুদ্ধে মামলা করেন। মামলাটি বর্তমানে দায়রা জজ আদালতে বিচারাধীন আছে। এ মামলার আক্রোশেই গিয়াস উদ্দিনকে হত্যা করা হয়েছে বলে ধারণা তার পরিবারের।
চুনারুঘাট থানার ওসি (তদন্ত) প্রজিত চন্দ্র জানান, এ ঘটনায় এখনো কেউ মামলা করেনি। তবুও যেহেতু এটি হত্যা, সেহেতু তদন্ত চলছে। অভিযুক্তদের ধরতে অভিযান অব্যাহত আছে।