সংবাদদাতা ॥ হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসে ফেলে যাওয়া চেক প্রায় এক মাস পর ফিরে পেয়েছেন এক যাত্রী। সই করা দেড় লক্ষাধিক টাকার চেক ফিরে পেয়ে ওই যাত্রী কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পহেলা মে হবিগঞ্জ মটর মালিক গ্রুপের কার্যালয়ে তাহির মিয়া নামে ওই যাত্রীর হাতে চেকটি হস্তান্তর করা হয়। তাহির মিয়া চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের পাইকুড়া গ্রামের বাসিন্দা।
চেক হস্তান্তরকালে উপস্থিত ছিলেন হবিগঞ্জ মটর মালিক গ্রুপের সভাপতি আলহাজ্ব মোঃ ফজলুর রহমান চৌধুরী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু মঈন চৌধুরী সোহেল, হবিগঞ্জ-সিলেট লাইনের আহবায়ক হাজী মোঃ জিতু মিয়া প্রমূখ।
হবিগঞ্জ মটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক শঙ্খ শুভ্র রায় জানান, মাসখানেক আগে এক যাত্রী ট্রাস্ট ব্যাংক লিমিটেড এ তাঁর ব্যাংক হিসেবের স্বাক্ষর করা ১ লাখ ৬৭ হাজার ৪২৪ টাকার একটি চেক বাসে ফেলে গিয়েছিলেন। আমরা চেকটি পাওয়ার পর সেটি সযতেœ রেখে দিয়েছিলাম এবং এর প্রকৃত মালিকের সন্ধান করছিলাম। পরে তাঁর সন্ধান পেয়ে চেকটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। এর আগেও অনেকবার হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসে অনেকে ফেলে যাওয়া মূল্যবান জিনিসপত্র ফেরৎ পেয়েছেন। এসব ঘটনা আমাদের বিশ্বস্থতার প্রতীক।