‘শ্রমিক মালিক গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় হবিগঞ্জের ঐতিহ্যবাহী সংগঠন হবিগঞ্জ জেলা দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের আলোচনা সভা, রাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সহ-সভাপতি এম এ ওয়াহিদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ছালেক মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ-লাখাই-শায়েস্তাগঞ্জ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহিদুর রহমান, হবিগঞ্জ পৌর মেয়র মোঃ আতাউর রহমান সেলিম, হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মোঃ মিজানুর রহমান শামীম, হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি মোঃ সামছু মিয়া, ব্যবসায়ী কল্যাণ সমিতি (ব্যকস) সভাপতি মোঃ শামসুল হুদা, হবিগঞ্জ ধান চাল ব্যবসায়ী সমিতির সভাপতি লায়ন মোঃ মফিজুর রহমান বাচ্চু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ল্যাব এইড হাসপাতালের স্বত্ত্বাধিকারী মশিউর রহমান শামিম, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট আবু হেনা মোস্তফা কামাল, মার্চেন্ট এসোসিয়েশনের প্রচার সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ, সাংগঠনিক সম্পাদক আহমেদ জামান খান শুভ প্রমূখ।
শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন এম এ ওয়াহিদ, গীতা থেকে পাঠ করেন নীহার রঞ্জন চক্রবর্তী। সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন সহ-সভাপতি প্রদীপ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক সজল রায়। পহেলা মে সকাল ৮ টায় শহরের ঘাটিয়া বাজারস্থ নিজস্ব কার্যালয়ের সামনে থেকে জেলা প্রশাসকের কার্যালয় নিমতলা পর্যন্ত এক বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে র‌্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি