ন্যায় কুঞ্জ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান বিচারপতি

স্টাফ রিপোর্টার ॥ আইন পেশাকে জীবিকা হিসেবে ব্যবহার না করে অধিকার বঞ্চিত মানুষের কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে কাজ করতে হবে। বার বেঞ্চ উভয়ই একজন আরেকজনের পরিপূরক, কেউ কারো প্রতিপক্ষ নন। একজন সফল আইনজীবী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। মনে রাখতে হবে সঠিক সাক্ষ্য প্রমাণ এবং আইনি বিশ্লেষণের মাধ্যমে সঠিক সিদ্ধান্তে উপনীত হতে আদালতকে সহায়তা করাই একজন প্রকৃত আইনজীবীর কর্তব্য। প্রতিনিয়ত আইন পরিবর্তন হচ্ছে। বিভিন্ন বিষয়ে উচ্চ আদালত নতুন নতুন সিদ্ধান্ত নিচ্ছেন। আইনজীবীদের আইনের সর্বশেষ বিধান সম্পর্কে আপডেট থাকতে হবে। হবিগঞ্জ আদালত প্রাঙ্গনে আগত বিচার প্রার্থীদের জন্য নির্মিত বিশ্রামাগার ন্যায় কুঞ্জ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এসব কথা বলেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি অ্যাডভোকেট মোঃ আবু জাহির, হবিগঞ্জের বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ হাসানুল ইসলাম, জেলা প্রশাসক মোছাঃ জিলুফা সুলতানা, পুলিশ সুপার আক্তার হোসেন বিপিএম-সেবা, অতিরিক্ত দায়রা জজ ইয়াসির আরাফাত, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হারুন অর রশীদ, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলাম প্রমূখ।
এছাড়া প্রধান বিচারপতি হবিগঞ্জে জেলা আইনজীবী সমিতির শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন।