সুমন আহমেদ বিজয় ॥ অনিয়মের অভিযোগে লাখাই মুক্তিযোদ্ধা সরকারী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাবেদ আলীর পদত্যাগের দাবীতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছেন কলেজের শিক্ষার্থীবৃন্দ। গতকাল ১২ ফেব্রুয়ারি সোমবার সকাল সাড়ে ১০টায় লাখাই মুক্তিযোদ্ধা সরকারী ডিগ্রি কলেজের সামনে হবিগঞ্জ-লাখাই সড়কে মানববন্ধন করেন কলেজের শত শত শিক্ষার্থী। এক পর্যায়ে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে জাবেদ আলীর পদত্যাগ চেয়ে বক্তৃতা করেন।
দুপুর ১২টায় মানববন্ধন চলাকালীন সময়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের মানববন্ধন স্থগিত করার ও শান্তনা প্রদান করেন লাখাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান, লাখাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল খায়ের ও লাখাই থানার ওসি (তদন্ত) চম্পক দাম। প্রশাসনিক কর্মকর্তা ও নেতৃবৃন্দের আশ্বাসে আন্দোলনকারী শিক্ষার্থীরা মানববন্ধন স্থগিত করেন এবং শিক্ষার্থীরা তাদের বিভিন্ন দাবী উপস্থাপন করেন।
এসময় লাখাই মুক্তিযোদ্ধা সরকারী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাবেদ আলীর বিরুদ্ধে অনিয়মের কারণে দ্রুত পদত্যাগের দাবী জানান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি দেওয়ার ঘোষণা দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
মঈনূল তালুকদার নামে এক শিক্ষার্থী জানান, লাখাই মুক্তিযোদ্ধা সরকারী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জিএলডিপির চেয়ারম্যান। জিএলডিপিকে সময় দেওয়ার কারণে কলেজে ঠিকমত আসেন না, কলেজে গেইট নাই, সীমানা প্রাচীর নাই, লাইব্রেরি নাই, আইসিটি ও ইংরেজি শিক্ষক নাই, হলরুম নাই, ওয়াশরুম নাই। এছাড়া বিভিন্ন অনিয়মের কারণে লাখাই মুক্তিযোদ্ধা সরকারী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাবেদ আলীর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দ্রুত পদত্যাগের দাবী জানাচ্ছি।
মোবাশ্বির আহমেদ নামে এক শিক্ষার্থী জানান সঠিক সময়ে লাখাই মুক্তিযোদ্ধা সরকারী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাবেদ আলী সঠিকভাবে কলেজে আসেন না এবং ছাত্র-ছাত্রীদের সাথে খারাপ আচরণ করেন। জাবেদ আলীর পদত্যাগের দাবীতে আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি দেব।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে লাখাই উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাসুদুর রহমান জানান, শিক্ষার্থীদের আপাতত শান্ত করা হয়েছে। তাদেরকে বলা হয়েছে লিখিত নিয়ে ইউএনও মহোদয়কে দিতে। তিনি বিষয়টি দেখবেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com