স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের শায়েস্তানগর পইল সড়কে দুই পক্ষের সংঘর্ষে আহত ছাত্রদল নেতা ইমন আহমেদকে (২২) আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপর ৪ আহতকে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
প্রসঙ্গত, তুচ্ছ ঘটনা নিয়ে গত রবিবার দুপুরে শহরের শায়েস্তানগরে জনৈক আব্দুল্লাহ ও রোকন পন্থিদের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে সদর থানার ওসি অজয় চন্দ্র দেবের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উভয়পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া চলাকালে ছাত্রদল নেতা ইমন গুরুতর আহত হয়। তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকাবস্থায় তার অবস্থার অবণতি হওয়ায় কর্তব্যরত চিকিৎিসকের পরামর্শে তাকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com